কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে হত্যা ও ধর্ষণ মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ অন্য অভিযুক্তদের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে নারাজি দাখিল করা হয়েছে। আজ রোববার এই মামলার বাদী মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া এই নারাজি আবেদন দাখিল করেন।
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামি ইব্রাহিম আহমেদ রিপনকে শর্ত সাপেক্ষে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। শর্তে বলা হয়েছে, তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং এই সময়ে তিনি বিদেশ যেতে পারবেন না
আজ সকাল ১০টার দিকে বাদী নুসরাত জাহান তাঁর আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন। বাদীর আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, আদালতের নোটিশ পেয়ে বাদী হাজির হয়েছেন। তিনি তদন্ত কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেছেন, গুলশান থানা-পুলিশ যদি ডিবি পুলিশকে 'রিকুইজিশন' দেয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকেও গ্রেপ্তার করা হবে